নোয়াখালীতে টাইম স্কেল প্রদান, টাইম স্কেল বাতিল সংক্রান্ত মন্ত্রণালয়ের পত্র বাতিল ও গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখা এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আলী আক্কাছ। এছাড়া শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন আজাদ, মো. আবদুল হাকিম, মো. আমির হোসেন, মো. নুর উদ্দিনসহ অনেকে। মানববন্ধন-সমাবেশ শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন