বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’ এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্র বাতিলের দাবি জানিয়েছে জাতীয়করণকৃত শরীয়তপুর প্রাথমিক শিক্ষক মহাজোট। ওই সংগঠনটি বলছে, শিক্ষকদের ভোগ করা টাইমস্কেল ফেরত দিতে অন্যায়ভাবে এই পত্র জারি করা হয়েছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করে সংগঠনটি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন শরীয়তপুর প্রাথমিক শিক্ষক মহাজোটের সভাপতি গোলাম মোস্তফা ও সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম।
এ সময় শরীয়তপুর প্রাথমিক শিক্ষক মহাজোটের জেলা সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আক্তার, সাংগনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ডামুড্যা উপজেলার সভাপতি মুনছুর আহম্মেদ, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি মো. আবুল কাশেম, গোসাইরহাট উপজেলার সভাপতি মো. মসিউর রহমান, নড়িয়া উপজেলার সভাপতি আব্দুল রব মিয়া, জাজিরা উপজেলার সভাপতি মুন্সী আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন