সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের টানা দুই বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর মো. লিয়াকত হোসেইন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মো. লিয়াকত হোসেইন দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ব্রেনজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন।
মো. লিয়াকত হোসেইনের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহিবুর রহমান সুইট।
বিডি প্রতিদিন/এমআই