মেহেরপুরের গাংনীর পোল্ট্রিফিড ব্যবসায়ী জাফর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাইকপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের জিকে খালের পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। জাফর আলী মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে। জাফর আলী গাংনী উপজেলা শহরের কাঁচাবাজারে পোল্ট্রিফিডের ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে মিরপুর থানা পুলিশের একটি দল নিহত জাফর আলীর মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, জাফর আলী সোমবার সকালে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ হত্যা করেছে এ বিষয়ে স্পষ্ট না।
মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, সকালে এলাকাবাসী জিকে খালের পাড়ের বাগানের একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন