পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে লাঠি খেলা উৎসব। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। সোমবার রাতে উপজেলার টোকরাভাসা হাইস্কুল মাঠে এই লাঠি খেলার উদ্বোধন করা হয়।
আগত দর্শকরা টিকিট কেটে এই খেলা উপভোগ করছেন। টোকরাভাসা সূর্যমুখী ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন টোকরাভাসা গেমস শিরোনামে লাঠি খেলা ছাড়াও নাইট ফুটবল ও হাডুডু খেলার আয়োজন করেছে।
আয়োজকরা জানান, কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই লাঠি খেলা। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এসব খেলার আয়োজন করেছেন তারা।
উদ্বোধনী রাতে প্রায় ৩ হাজার দর্শক লাঠি খেলা উপভোগ করেন। দর্শকরা ১০ টাকা দিয়ে টিকিট কিনে সকল খেলাই উপভোগ করছেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে লাঠিয়ালরা বিভিন্ন ধরনের পোশাক পরে নিজ নিজ লাঠি দিয়ে হাজারো দর্শকের মন কেড়ে নেন।
লাঠি খেলায় জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নেবে। প্রতিদিন রাত ৮টায় খেলা শুরু হয়। রাত ১০টা পর্যন্ত অবিরাম দুটি দল লাঠি খেলা পরিবেশন করবে। আগামী ১২ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
লাঠি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার, চিলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান নয়ন, আব্দুর রহিম, কামরুজ্জামান সাজু, সাজ্জাদ হোসেন সবুজ, সূর্যমুখী ক্লাবের সভাপতি আবু সাঈদ রওশন জামিল পাভেল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান রুপম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই