পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক ব্যবহার না করার দায়ে ১৭ পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
আজকের অভিযানের সময় কলাপাড়া স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, নারী উন্নয়ন ফোরাম উপজেলা শাখার উদ্যোগে কলাপাড়ায় মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সভাপতি শাহীনা পারভীন সীমা, সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, সহ-সভাপতি রুমা বেগম, কোষাধ্যক্ষ মর্জিনা বেগমসহ নারী নেত্রীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর