বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চিকিৎসকরা।
‘ভয়েস অব ডক্টরস অব ময়মনসিংহ’ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোমিনুর রহমান জিন্নাহ, ডা. সেজুতি সাহা, ডা. কাঞ্চন সরকার, ডা. ওয়াহিদুর রহমান ছোটন, ডা. মোস্তাফিজুর রহমান বিল্পব, ডা. তারেক ও ডা. মতিউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই