নারায়ণগঞ্জ জেলায় কোভিড-১৯ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিকেলে মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক এ মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
“নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরতে কিসের ভয় করোনাকে করবো জয়” এহেন স্লোগানে ক্যাম্পেইন কালে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিমউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো: ইমতিয়াজ, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার