টাইম স্কেল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, শিক্ষক নেতা জাকির হোসেন, চিত্য রঞ্জন শাহা, মিজানুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসেন, মো. আবুবকর, অরুণা রাণী বিশ্বাস প্রমুখ।
পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য যতগুলো আইন ও পরিপত্র মন্ত্রণালয় কর্তৃক জারী করা হয়েছে তার কোনটাতেই জাতীয়করণের তারিখ থেকে চাকরিকাল গণনা করার কথা বলা হয় নাই।
কিন্তু ৮ বছর পর বিধি ৯ উপবিধি-১ এর ভুল ব্যাখ্যা দিয়ে জাতীয়করণের পূর্বের চাকরিকাল গণনা না করে হিসাবরক্ষণ অফিসগুলো জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলনকৃত টাইম স্কেল ফেরত প্রদানের জন্য অপচেষ্টা চালাচ্ছেন।
এর ধারাবাহিকতায় ১২ আগস্ট সাত বছর পর টাইম স্কেল কর্তনের জন্য একটি পত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। এর জন্য ৪৮৭২০ জন শিক্ষক দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তারা এই পরিপত্র প্রত্যাহারের দাবী জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর