কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ডা. মো. জাহিদ হোসেন বলেছেন, সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতায় দেশ এখন সংকটে। দেশের মানুষ কঠিন সময় পার করছে। মানুষকে এই অবস্থা থেকে মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, সরকার মামলা হামলা এবং ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কোন মামলা হামলা এবং ষড়যন্ত্র করে লাভ নেই। মানুষ আর সরকারের পক্ষে নেই। দেশের মানুষ আজ বিএনপির পক্ষে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বৈশাখী হোটেল সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই সভায় তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. খালেকুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম মনজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, সদস্য সুভাষ দাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা কৃষক দল সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবদল আহবায়ক মো. আসাদুল ইসলাম দুলাল এবং মেয়র প্রার্থী মো. মোকারম হোসেন পলাশ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আসন্ন ২০২১ সালের ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মো. মোকারম হোসেন পলাশকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন