নোয়াখালীর বেমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের শেষ দিনেও আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। ১০ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে স্বতন্ত্র প্রার্থীসহ চার জন প্রার্থী থাকলেও মূলত আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমনসহ এই দুই দলের দুই প্রার্থী নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা করছেন। দুইজনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে দুইজনেই সুষ্ঠু নির্বাচন দাবি করছেন।
জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক বাদশা নির্বাচিত হন। গত ২৭ সেপ্টেম্বর তার মৃত্যুতে এ পদটি শূণ্য হয়। সাবেক চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী শাহনাজ বেগম নৌকার প্রার্থী। ১৬টি ইউনিয়নে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার, ১৪৬টি কেন্দ্র রয়েছে।
জেলা সিনিয়র নির্বাচন কমিশনার রবিউল আলম জানান ১০ ডিসেম্বর নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও র্যাবের ৬টি টিম মাঠে থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন।
বিডি প্রতিদিন/আল আমীন