ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় মামলায় ছাত্রলীগ নেতা প্রান্ত সিদ্দিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রান্ত বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন।
থানা সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় একটি মামলার বাদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শেখরের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশের ভাই শিয়াবুল ইসলাম শিমুল। সোমবার বিকেলে অভিযোগ দায়েরের পরে গভীর রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নং-৬/২৭০। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখ পূর্বক আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমনের ঘটনায় অপর মামলাটি করেন বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মামুন ইসলাম। মামলা নং-৪/২৬৮। এ মামলায় আবুল কালাম আজাদ, রইসুল ইসলাম পলাশসহ ৩৪জনের নাম উল্লেখ পূর্বক আরও ১৪০/১৫০ কে অজ্ঞাত আসামি করা হয়েছে। আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিমুলের মামলায় আবুল কালাম আজাদের ভাইপো কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক এবং পুলিশের ওপর আক্রমনের মামলায় আরও একজন গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে প্রান্ত সিদ্দিকের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বোয়ালমারী থানার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া বলেন, দুই মামলায় তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে চালান দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল