কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িতে ভোরের আলো সাহিত্য আসরের ৬৫৪তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন কবি ও লেখক সালেহ আহমেদ।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান ও উপদেষ্টা আবুল বাহার।
আরও বক্তব্য রাখেন জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, লায়ন এসএম জাহাঙ্গীর আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামিল আনসারী, আহসান হাবিব, আল আমিন লিটন, সাংবাদিক আমিনুল হক সাদী, নিউজ বাংলা টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল ও ডা. মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুবর্ণা দেবনাথ, সামিয়া আফরোজ, মাজহারুল ইসলাম, শাহীন, রীমা আক্তার ও নাজমুল আলম।
এছাড়া কবিতা আবৃত্তি করেন কবি সাইফুল ইসলাম মাসুম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মিরাশ উদ্দিন ফকির ও তামান্না আক্তার স্মৃতি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই