‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার সোমবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালে প্রধান অতিথি থেকে সেমিনারের উদ্বোধন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম সেমিনারের লক্ষ্য -উদ্দেশ্য উপস্থাপন করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোনাক্কা আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক তাহমিন হক ববি বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।
সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন,ভেজাল প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা তৈরি নিয়ে আলোচনা করা হয়। খাদ্য সামগ্রী বিক্রিতে সরকারী নির্দেশণা প্রতিপালনেরও আহবান জানানো হয়।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সেমিারে সরকারী বিভিন্ন দফতর প্রধান, সাংবাদিক, চালকল মালিক সমিতি, ব্যবসায়ী ও রেস্তোরা মালিকরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ