গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডল পাড়া এলাকা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মধুগাড়ি পশ্চিমপাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৩৭)। সে উপজেলার মন্ডল পাড়া এলাকার মিজানের বাসার ভাড়াটিয়া।
পুলিশ সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির পাড় আব্দুল মালেকের বাসার ভাড়াটিয়া। গত বুধবার (৩০ ডিসেম্বর) সিকান্দার মিয়াকে ফোন করে মন্ডলপাড়া ডেকে নিয়ে তাকে ঘরের ভিতরে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তার কাছ থেকে টাকা নগদ অর্থ নিয়ে ওইদিন সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়।
পরে সেকান্দার কালিয়াকৈর থানায় অভিযোগ করলে কালিয়াকৈর থানা পুলিশ আজ সোমবার দুপুরে মন্ডলপাড়া মিজানের বাসার ভিতর থেকে অপহরণকারী তাইজুল ইসলামক গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার এসআই সাইদুল ইসলাম পিপিএম জানান, অভিযোগের ভিত্তিতে অপহরণকারী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ