কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জামতলা মোড়ে যৌথভাবে এই মানববন্ধনের আয়েজেন করে ভূরুঙ্গামারী প্রেসক্লাব, ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমী, ভূরুঙ্গামারী শিল্পী সমিতি ও ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা।
প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
আরও বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল্লা-হিল বাকি, সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু, যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রোকনুদ্দৌলা রাসেল প্রমুখ। এসময় বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত রবিবার আওয়ামী লীগ নেতাসহ চারজন হামলার শিকার হন। এ ব্যাপরে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই