চাঁদপুরে নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লা আল মাহমুদ জামানের সঞ্চালনায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। এমনকি চাঁদপুর জেলার উন্নয়নে ও পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর টিভি ফোরাম সভাপতি আল ইমরান শোভন, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহিদ পাটোয়ারী, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সংবাদকর্মী। অনুষ্ঠান শেষে ফুল ও ক্রেস্ট প্রদান করে নতুন জেলা প্রশাসককে বরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই