কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- ইটনা উপজেলার মৃগা গ্রামের কৃষক হেমেন্দ্র মালাকার (৫৫) ও তার স্ত্রী সঞ্চিতা মালাকার (৪৫)।
হেমেন্দ্র মালাকারের ভাতিজা কালি প্রসন্ন ওরফে প্রসেনজিৎ জানান, মঙ্গলবার তারা পটকা মাছ রান্না করে খেয়েছিলেন। রাতে তারা অসুস্থ হয়ে পড়েন। রাত ২টার দিকে তাদেরকে ইটনা হাসপাতালে নেওয়ার পথে হেমেন্দ্র মালাকার মারা যান। পরে তার স্ত্রী সঞ্চিতাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৫টার দিকে তিনিও মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার