হবিগঞ্জে ট্রাক্টর উল্টে রাজু মিয়া (২০) নামের এক মাটি কাটার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে (৬ জানুয়ারি) হবিগঞ্জ বামকান্দি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোছাবির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বামকান্দি হাওরে ট্রাক্টর দিয়ে মাটি কাটতে আসে কিছু লোক। বুধবার দুপুরে রাজু গাড়ি দিয়ে মাটি কাটার সময় ট্রাক্টরটি উল্টে রাজুর উপরে পড়ে যায়। এতে রাজু ঘটনাস্থলেওই মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু রেজা তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ