গাজীপুরে রিভলবার, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় এক নারীসহ তিন জনকে আটক করা হয়েছে। বুধবার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছে- ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার সফি উদ্দিনের ছেলে মোঃ আল ইমরান (২৫), কক্সবাজার পৌর এলাকার পেশকারপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম বাপ্পি (২৯) ও গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার মেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী (৩৫)।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের স্পক্ষে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃতরা জানায়, তারা কক্সবাজার হতে কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর ও পার্শ্ববর্তী জেলায় পাইকারী বিক্রি করতো। ওই অস্ত্র দিয়ে তারা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই করতো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার