গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে একজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে আদালত প্রায় এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ করে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদ এর নেতৃত্বে বুধবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুয আলম জানান, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা, শিরিরচালা, বাঘের বাজার এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদ এর নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধ গ্যাস লাইন স্থাপন করে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করার দায়ে মূল হোতা স্থানীয় হযরত আলী হিরাকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় প্রায় ৫শ’টি বাসা বাড়ির একহাজারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত আড়াই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩শ’মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী কে.এইচ. ফয়সাল আহমেদ ও শেখ জাবের নূরানী, উপ সহকারী প্রকৌশলী মজিবুর রহমান ও মোঃ সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার সহকারি কর্মকর্তা মো. আহম্মেদ উল্লাহ, মো.আব্দুর রাজ্জাক ও মো. ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যালটিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার