গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে বুধবার (৬ জানুয়ারি) দুপুরে পাঁচটি রাস্তা একটি কাঠের ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা বিআরডিবির পিআরডিপি-৩ প্রকল্পের অর্থায়নের মাধ্যমে গাঁথাচুড়া কাঠের ব্রিজ , রামচন্দ্রপুরের তিনটি রাস্তা, শিরাজপুর একটি রাস্তা,মোথাঝুড়ি একটি রাস্তা, গাইন চালা মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, ইউডিও আনোয়ার হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়নের মেম্বার ইব্রাহিম সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ