খুলনা মহানগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে তিন অপহরণকারীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে অপহৃত যুবক মো. আল-আমিন (২৫)-কে উদ্ধার করা হয়।
গত সোমবার (৪ জানুয়ারি) নগরীর গল্লামারী ব্রিজের পশ্চিমপাড় থেকে তাকে অপহরণ করা হয়। তিনি কয়রা উপজেলার কাটাখালি গ্রামের ইসমাইল হোসেন হাজীর ছেলে। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র্যাব-৬ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন জীম বাবু হাওলাদার (২৫), মেহেদী হাসান (২২) ও লাইলী খাতুন (৩০)। এদের বাড়ি রূপসা শ্মশানগলি ও জিন্নাহপাড়া এলাকায়।
র্যাবের সহকারি পরিচালক মো. মাহবুব উল আলম জানান, ওই যুবককে অপহরণের পর তার পরিবারের কাছে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫ হাজার টাকা পাঠায় যুবকের পরিবার। সেই সূত্র ধরে লবনচরা বান্দাবাজার এলাকা থেকে তিন অপহরণকারীকে আটক করা হয়। অভিযানে অপহরণকারীদের ব্যবহৃত ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও ৭টি সীমকার্ড জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ