মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি পাম্পে আগুন লেগে তিনটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। বুধবার বিকেলে উপজেলার কালাপুরে মেরিগোল্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুড়ে যাওয়া অটোরিকশার মালিক নূর মিয়া ও অনিক দেব জানান, তারা গাড়িতে গ্যাস তুলছিলেন। হঠাৎ করে বিকট শব্দ হয়। পরে মুহূর্তেই গাড়িতে আগুন লেগে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রীরা তড়িঘড়ি করে নেমে নিরাপদ স্থানে চলে যান। আগুনে তাদের তিনটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে।
সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম জানান, আগুনে ফিলিং স্টেশনের ডিসপেন্সার পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার কামরুল ইসলাম সুমন বলেন, নজেল ব্লাস্ট হয়ে আগুন লেগে যায়।
শ্রীমঙ্গল থানার এসআই আসাদ বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ফিলিং স্টেশনের গ্যাস ভরার নজেল ব্লাস্ট হয়েই এই আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই