২০ জানুয়ারি, ২০২১ ১৭:৩৬

কালিয়াকৈরে সড়ক সংস্কারে ধীরগতি, গ্রামবাসীর ভোগান্তি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে সড়ক সংস্কারে ধীরগতি, গ্রামবাসীর ভোগান্তি

সংস্কারে ধীরগতির কারণে সড়কের বেহাল অবস্থা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর-লস্করচালা আঞ্চলিক সড়কের সংস্কারে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। সড়কের মাটি কেটে ফেলার কারণে এক বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে প্রায় ২৪ গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শফিপুর-লস্করচালা আঞ্চলিক সড়কের সংস্কারে ধীরগতির ফলে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারী এলাকাবাসী ও সাধারণ জনগণ। এ আঞ্চলিক সড়কের রতনপুর থেকে লস্করচালা বাজার পর্যন্ত ছয় কিলোমিটার ৩০০ মিটার পর্যন্ত মেরামত কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

গত এক বছর ধরে রতনপুর থেকে পান্ডা ফ্যাক্টরির শেষ পর্যন্ত নিম্নমানের ইট খোয়া ফেলে রাখলেও সড়কটিতে কাদা মাটি ফেলে রাখা হয়েছে। যানচলাচল বন্ধ রয়েছে এক বছর যাবৎ। ওই রাস্তা দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়কের যাত্রীরা।

মধ্যপাড়া ইউপি সদস্য সারোয়ার হোসেন জানান, মেরামতের নামে দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা করে রেখেছে। ফলে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি এর আগে অনেক উচ্চ পর্যায়ে জানালেও তারা কোনো আমলে নিচ্ছে না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ কবির জানান, রাস্তা মেরামতের কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। খুব দ্রুত কাজ শেষ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর