নাটোর পৌরসভায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী।
নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাফরাস্তা মোড় হতে কলেজ খাল পর্যন্ত ৮০০ মিটার ড্রেন নির্মাণ করা হবে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ টাকা।
ড্রেন নির্মাণকাজে সকলের সহযোগিতা কামনা করেছেন পৌর মেয়র। তিনি আশা করেন এতে করে জনগণের দীর্ঘদিনের কষ্টের লাঘব হতে চলেছে। উদ্বোধনের সময় তার সাথে ছিলেন পৌর কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই