আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা এসেছে। নৌকায় ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয়। সেই উন্নয়নমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশে-বিদেশে নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। নৌকায় ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করে সব ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীদের পরাজিত করতে হবে। তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করুন। আজ দুপুরে নরসিংদীর মাধবদীতে পথসভায় তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামানের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওছার, শাহাবুদ্দিন ফরাজি, একেএম আবদুল আউয়াল শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান মতিন সরকার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডিএম তালেব প্রমুখ।
এসএম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। দেশ এগিয়ে যাক, ষড়যন্ত্রকারীরা তা চায় না। তাই দেশে-বিদেশে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, থাকবে, সব ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে সব ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে।
কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওছার বলেন, বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়, ষড়যন্ত্র ও অভিযোগ করার জন্য প্রার্থী হয়। তারা অপকর্মের কারণে জনগণ দ্বারা ধিকৃত হয়েছে। তাই মানুষ ভোট দেয় না। আগামীতেও দেবে না।
আরেক সদস্য শাহাবুদ্দিন ফরাজি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূলেও আওয়ামী লীগের জনপ্রতিনিধি প্রয়োজন। তাহলে সুসষম উন্নয়ন হয়। সে কারণে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করুন।
একেএম আবদুল আউয়াল শামীম বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন। তারকন্যা শেখ হাসিনা দেশকে বিশ্ব সভায় নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
বিডি প্রতিদিন/হিমেল