ভাঙ্গার আলগী ইউনিয়নের একটি ব্যস্ততম সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। জনস্বার্থে খুটিটি অপসারণের দাবি তাদের।
ভাঙ্গা উপজেলা শহর থেকে আলগী ইউনিয়নের হরিরহাট বাজার পর্যন্ত ১০ কি.মি. সড়ক। এ সড়কটি ব্যস্ততম। এ আঞ্চলিক সড়কে প্রতিদিন অসংখ্য অটো, পিকআপ, ভ্যান, মোটরসাইকেল চলাচল করে। এ সড়কের বালিয়া গোডাউন এলাকায় সড়কের উপর পল্লী বিদ্যুতের একটি খুটি রয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।
এ সড়কের ভ্যানচালক ছামাদ শেখ (৪৫) বলেন, এ সড়ক দিয়ে ভ্যান চালানো ঝুঁকিপূর্ণ। সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আলগী ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য ও ঐ এলাকার বাসিন্দা শওকত মোল্লা বলেন, এ সড়ক দিয়ে ২০ গ্রামের লোকজন চলাফেরা করে। কোন সময় যে বড় দুর্ঘটনা ঘটে, সে চিন্তাই করি।
আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভূইয়া বলেন, এ রাস্তাটি আমার ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তার মাঝখানে থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। কিন্তু তারা খুঁটি সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না।
পল্লী বিদ্যুৎ ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার আবুল হাসান বলেন, এ ব্যাপারে লিখিত আবেদন পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল