বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবন্দির তিন বছর পূর্ণ দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ইবিরোডে দলীয় অফিসের সামনে জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইটের পরিচালনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন