বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ সড়কের লোহাগাড়া খালের উপর অবস্থিত সেতুটির একাংশ দেবে গেছে। ফলে জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারীরা যেকোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে। বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে ভেলুরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া সেতুর উত্তর পার্শ্বের অংশ দেবে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ সেতুজের উপর দিয়ে প্রতিদিন শতশত পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। যেকোন সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এমনকি ওই সেতুর উপর দিয়ে পণ্যবাহী ট্রাক অবাধে যাতায়াত করছে। এছাড়াও কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য ওই সেতুর উপর দিয়ে উপজেলার বিভিন্ন হাটে বাজারে নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, গত প্রায় দুই বছর পূর্বে অতিরিক্ত বর্ষণ ও বন্যায় সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পাশাপাশি সেতুর উত্তর পার্শ্বের অর্ধেক অংশ দেবে যায়। এতে করে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এ বিষয়ে জোড়গাছা গ্রামের স্থানীয়রা জানান, প্রাণ হাতে নিয়ে ওই সেতুর উপর দিয়ে চলাচল করতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সোনাতলা উপজেলার সুখদহ নদীর উপর বুড়া মেলা, লোহাগাড়া খালের উপর সেতুসহ তিনটি সেতুর মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। এখন ডিজাইন পর্যায়ে রয়েছে। ডিজাইনের কাজ শেষ হলেই সংশ্লিষ্ট বিভাগ নতুন করে সেতু নির্মাণের টেন্ডার আহবান করবে।
বিডি প্রতিদিন/ফারজানা