কুড়িগ্রামের চিলমারীতে দুই শতাধিক ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে চিলমারী থানা পুলিশ। পুলিশ ২২০ পিচ ইয়াবাসহ খাইরুল ইসলাম (৪৪) নামের ওই ব্যক্তিকে আটক করে থানায় মামলা রুজু করে বুধবার বিকেলে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়,বুধবার মধ্যরাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপসহকারি পরিদর্শক আহসান হাবিবের নেতৃত্বে উপজেলার শামস পাড়া এলাকা থেকে ২২০ পিচ ইয়াবাসহ খাইরুলকে আটক করা হয়। আটককৃত খাইরুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার তদন্ত কর্মকর্তা প্রাণ কুমার কৃষ্ণ বলেন, এ ধরনের মাদক বিরোধী অভিযান চিলমারীতে অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার