৭ মার্চ, ২০২১ ১৮:০০

বগুড়া প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন।

ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, আব্দুস সালাম বাবু, এস এম কাওছার, আমজাদ হোসেন মিন্টু, সমুদ্র হক, জেএম রউফ, সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্বব, মেহেরুল সুজন, ইলিয়াস হোসেন, শফিউল আজম কমল, কমলেশ মহন্ত সানু, তানসেন আলম ও আলমগীর হোসেন। এসময় এইচ আলিম, ফরহাদুজ্জামান শাহী, আব্দুর রহমান টুলু, রাজু আহম্মেদ ও শাহনেওয়াজ শাওন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালির মুক্তির ডাক। বঙ্গবন্ধুর অনন্য সাধারণ নেতৃত্বে বাঙালি জাতি ১৯৭১ সালে অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ৭ মার্চ বঙ্গবন্ধুর উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনে বাঙালি জাতি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ববাসীর কাছে বিশেষ করে বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে আলোর দিশারিতে পরিণত হয়েছে বলেও জানান বক্তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর