কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাক্টর গাড়ি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ট্রাক্টর দুর্ঘটনায় হোসেন আলী দুর্জয় নামে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদও জানানো হয় মানববন্ধনে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার প্রায় তিন সহস্রাধিক মানুষ।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, প্রভাষক আকতারুজ্জামান, বুয়েটের ছাত্র সোহেব হোসেন, মহির উদ্দিন মহির, আঞ্জুমান আরা ও শ্রীমতি কাঞ্চন মালা প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে বলগেট ও ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে অবৈধ ট্রাক্টর গাড়ি দিয়ে পরিবহন করে আসছে। ফলে গত দুইমাসে উপজেলার বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছেন শিশুসহ ছয়জন। তাই রাস্তায় দ্রুত এ ট্রাক্টর চলাচল বন্ধ করার দাবি জানান মানববন্ধনকারীরা।
বিডি প্রতিদিন/এমআই