বগুড়ার আদমদীঘি উপজেলা শহরের সান্তাহারে আপ্রকাশী নামক একটি এনজিও কর্তৃক অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হবার মাত্র চার বছরের মাথায় আরেকটির উদ্যোক্তা একই কান্ড ঘটিয়েছে। এবার মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মালিক (নির্বাহী পরিচালক) প্রায় পাঁচ কোটি টাকা সঞ্চয় এবং আমানত হাতিয়ে নিয়ে সপরিবারে উধাও হয়ে গেছে। মেঘনার দিশেহারা শতাধিক নারী-পুরুষ সদস্য আমানত ফেরত পাওয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় কার্যালয়ে সমবেত হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মানববন্ধন করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার কলসা হলুদঘর এলাকার আনছার আলীর ছেলে বায়েজিদ হোসেন কয়েক বছর পুর্বে “মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিডেট” নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করে। তিনি সদস্য সংগ্রহ করে প্রথম দিকে ঋণদান ও তার বিপরিতে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এরপর প্রতি এক লাখ টাকার বিপরিতে প্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে শতাধিক নারী-পুরুষ সদস্যের নিকট থেকে প্রায় পাঁচ কোটি টাকা আমানত সংগ্রহ এবং মুনাফা দিতে থাকেন। এ
ক সময় কিছু সদস্য তাদের আমানতের টাকা তুলে নিতে শুরু করেন। আমানত তুলে নেয়ার খবর জানাজানি হলে অন্য সদস্যরাও আমানত তুলে নিতে ওই সমিতিতে ভিড় জমাতে থাকে। এর এক পর্যায়ে সমিতির নির্বাহী পরিচালক বায়েজিদ হোসেন সমিতি এবং ঘর-বাড়ি ছেড়ে রাতের আঁধারে সপরিবারে উধাও হয়ে যান। খবরটি নিশ্চিত হবার পর দরিদ্র সদস্যরা তাদের আমানত হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। তারা বৃহস্পতিবার উপজেলা সমবায় কার্যালয়ে হাজির হয়ে আমানত ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেন এবং দুপুর দুইটার দিকে উপজেলা চত্বরে প্রায় আধাঘন্টা ধরে মানববন্ধন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন