গাজীপুরে এক লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক জীবন মন্ডলকে (২০) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। বুধবার রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিসাইল সাকিনস্থ জনৈক হাজী নজরুল ইসলামের ভাড়া দেয়া কক্ষ হতে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জীবন মন্ডলের (২০) মোবাইল ফোন হতে তার পিতা ঝিনাইদহের শৈলক‚পা থানার ভগবান নগর এলাকার বাসিন্দা মো. ছব্দুর মন্ডলের মোবাইলে অপহরণকারীরা জানায় তার ছেলে জীবন মন্ডলকে অপহরণ করা হয়েছে। তাকে মুক্তি দিতে এক ঘন্টার মধ্যে এক লক্ষ টাকা দাবি করে। তা না হলে জীবন মন্ডলকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
পরে তার পিতা ওই মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠায়। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি তদন্ত শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত আটটার দিকে ওই এলাকা থেকে জীবন মন্ডলকে উদ্ধার করে তাৎক্ষণিক শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় অপহৃতের পিতা মো. ছব্দুল মন্ডল বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। পরে পিবিআই গাজীপুর জেলার বিভিন্ন এলাকা হতে অপহরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মো. মহিনকে (১৯) বৃহস্পতিবার ভোরে কাশিমপুর থানাধীন উত্তর পানিশাইল এলাকা থেকে, আসামি মো. আফজাল হোসেন নাঈমকে (২০) দক্ষিণ পানিশাইল এলাকা থেকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক অপর আসামি মো. শুভ (২৫), মো. করিম মিয়া (২১), মো. রাসেল (২০) ও মো. মামুনকে (২২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হলে তারা এ অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন