বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা লিগ্যাল এইড অফিসে চালু হয়েছে বঙ্গবন্ধু বুক কর্নার ও ব্রেস্ট ফিডিং কর্নার। বৃহস্পতিবার বিকেলে কর্নার দুটির উদ্বোধন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ও সিনিয়ার জেলা জজ মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে জেলা লিগ্যাল এইডের নতুন কার্যালয়েরও দ্বারোদঘাটন করেন।
পরে জেলা লিগ্যাল এইড কমিটির অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, অসহায়-দুস্থ মানুষের বিচার পাবার অধিকার নিশ্চিত করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।
এ সভায় সভাপতিত্ব করেন যশোরের সিনিয়ার জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক। সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়ার সহকারী জজ মোহা. আহ্সান হাবীব জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা বিচার বিভাগের নেয়া বছরব্যাপী কর্মসূচিতে বিকল্প বিরোধ নিষ্পতির কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়। গত একবছরে জেলা লিগ্যাল কমিটির উদ্যোগে পাঁচ শতাধিক মামলায় বিনামূল্যে আইন সহায়তা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন