ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৯ কেজি গাজা, ২৫ বোতল ফেনসিডিল ও একটি সাদা রঙের প্রাইভেটকারসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুগঞ্জ থানার পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের মাদবপুর উপজেলার আবজলপুর গ্রামের আবুল বাসার মিয়ার ছেলে মো. ইয়াছিন মিয়া (২৬)। অন্যজন একই গ্রামের মৃত লাডু মিয়ার ছেলে মো. জসিম মিয়া (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, আটক দুজনকে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই