গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয়ের (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
রেলওয়ের জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার ঢাকা-খুলনা রেলরুটের গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা টেকিবাড়ি এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন