লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভাগ্নি জামাইয়ের ছুরিঘাতে মামা শ্বশুর নিহত হয়েছেন। উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী মেলার বাড়ি এলাকার মামা শ্বশুর আফাজ উদ্দিনকে (৫৮) উপর্যুপরি ধারালো চাকুর আঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায় ভাগ্নি জামাই হবিবর রহমান ওরফে গোদা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আহত আফাজ উদ্দিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত মঙ্গবার রাতে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটায় হবিবর রহমান।
হবিবর রহমান ওরফে গোদা (৪০) একই পাটগ্রাম উপজেলার উফারমারা প্রধানপাড়া আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।
পুলিশ জানান, হত্যার ঘটনায় অভিযান চালিয়ে হবিবর রহমান ওরফে গোদাকে (৪০) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই রমজান আলী বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাটগ্রাম থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত হবিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ