পালিয়েও পার পেলেন না মাদক বিক্রেতা হাসান। পালিয়ে যাবার ৫ ঘণ্টা পর তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এর আগে আজ শনিবার সকালের দিকে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাসান ও তার সহযোগী জাকির হোসেনকে আটক করা হয়। তখন হাসান ফেন্সিডিল ও তার সহযোগী জাকির হোসেনকে ফেলে পালিয়ে যান। এ ঘটনার পর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুমার কুন্ড, এএসআই মাহাতাব উদ্দীন ও এএসআই জসিম উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল ৫ ঘণ্টা অভিযান চালান।
ডিবি পুলিশের দলটি বেলা দেড়টার সময় রাঁধাকান্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। একাধিক মাদক মামলার আসামি হাসান মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে। আজ শনিবার সদর থানায় একটি মাদক মামলার একটি মামলা করা হয়েছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক অজয় কুমার কুন্ড জানান, সকালের দিকে জাকির হোসেন ও হাসান ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ৪০ বোতল ফেনসিডিলসহ জাকিরকে আটক করা হয়। তখন হাসান পালিয়ে যান। হাসানের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে তিনটি মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ