দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে ছুরিকাঘাত করে প্রাইভেট কার নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পীরগঞ্জ থেকে গাড়িটি উদ্ধারসহ কাওছার নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
এদিকে, আহত চালককে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত চালক লুৎফর রহমান (৩৫) ঢাকা জেলার কালিয়াকৈর এলাকার সাহেব মিয়ার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, চারজন ব্যক্তি যাত্রী সেজে ঢাকার কালিয়াকৈর থেকে প্রাইভেটকারটি ভাড়া নিয়ে শুক্রবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে আসে। ওই গাড়িটি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আব্দুল্লাহপাড়া নামক স্থানে পৌঁছালে চালককে পিছন থেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে রাস্তার পার্শ্বে ফেলে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয় লোকজনের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পুলিশকে বিষয়টি অবগত করি।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, প্রাইভেটকারটি উদ্ধারসহ ছিনতাইকারী দলের সদস্য কাওছার রহমানকে আটক করা হয়েছে। আটক কাওছার দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জে সাইফুল ইসলামের ছেলে। তার সাথে থাকা আরও ৩ জন ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত গাড়ি চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর প্রাইভেটকারটি রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর