বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোহাইল দারুল কোরআন হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার এ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোহাইল ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলী ইমাম ইনোকী। তিনি গোহাইল উচ্চ বিদ্যালয় ও কলেজের পুর্নগঠিত গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন্দ, ইউপি সদস্য তাজনুর রহমান শাহিন, এনামুল, কোববাত, মোকছেদ আলী, যুবলীগ নেতা এমদাদ, জাহিদ, বাবু, আক্কাস প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত