ঝড়ো বাতাসের কারণে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। শনিবার (১৩ মার্চ) বিকেলে পৌনে পাঁচটার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে নৌরুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে জেলার অন্য কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝড়ো বাতাসে ধুলোবালির কারণে প্রায় ৩০ মিনিট সাময়িক সমস্যা পড়েছিল পথচারিরা। এদিকে ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে বিদুৎ বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বিকেল থেকে মেঘ করতে শুরু করে। টিপটিপ বৃষ্টিও পড়ে কিছু সময়। বিকেল পৌনে পাঁচটার দিকে ফের আকাশের মেঘ ঘোলা হয়ে ঝড়ো বাতাস শুরু হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে। এছাড়াও চলাচলরত নৌযান নদীর বিভিন্ন স্থানে নিরাপদে নোঙর করে আছে বলে জানা গেছে।
তবে ফেরি চলাচল করছে বলে ফেরিঘাট সূত্রে জানা গেছে। বাতাস বাড়লে চলাচলরত ফেরি নোঙর করে রাখবে এবং ঘাটে থাকা ফেরিগুলো ঘাট ছেড়ে যাবে না বলেও ফেরিঘাট সূত্র জানায়।
বিআইডব্লিউটিএ'র বাংলবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন মুঠোফোনে আরও বলেন, 'বাতাস শুরু হলে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌ চলাচলও স্বাভাবিক হবে।'
বিডি প্রতিদিন/হিমেল