‘এসো মিলি প্রাণের টানে, ভাতৃত্বের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ভাওয়াল বন্ধন ব্যানারে এক মিলন মেলার আয়োজন করা হয়।
শনিবার গাজীপুর মহানগরীর বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশা ও নানা বয়সের প্রতিনিধিরা অংশ নেয়।
মিলন মেলার আয়োজক বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো: রকিব সরকার জানান, ভাওয়াল অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় যুব সমাজ এবং নানা পেশার লোকদের এ মিলন মেলায় আমন্ত্রণ জানানো হয়। সনি রাজ কার প্যালেসের সৌজন্যে মিলন মেলা উপলক্ষ্যে মুক্ত আলোচনা, পিঠা উৎসব, র্যাফেল ড্র, গজল, বিভিন্ন প্রকার খেলাধূলার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলন মেলায় কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো: কামরুল আহসান সরকার রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকার ও মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন