ময়মনসিংহের ফুলপুরে ভাষা সৈনিক, সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি মরহুম রজব আলী ফকিরের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মরহুমের নিজ বাড়ি উপজেলার অর্জুনখিলা গ্রামে আলোচনা সভা, কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মরহুমের পুত্র বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, এড. শাহ ফরহাদ ও শাহ ইমরুল। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন খান, মফিদুল ফকির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলজার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার, এনামুল হক বাবুল, কাউন্সিলর মোশারফ হোসেন, রকিবুল হাসান সোহেল, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বিপুল ফকির, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা