জয়পুরহাটের বাসস্ট্যান্ড এলাকার দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওয়াহেদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াহেদ জয়পুরহাট সদর উপজেলার হিচমী মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুল জোব্বার মন্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালে মেয়ে নাসরিন ও এক নাতীকে নিয়ে মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরের একটি ব্যাংকে যায়। সেখান থেকে নাতীকে বাড়িতে পৌছে দেওয়ার পর পুনরায় মেয়েকে নিতে ব্যাংকে রওয়ানা দেয় ওয়াহেদ। পথিমধ্যে জয়পুরহাট শহরের বাসস্ট্যান্ড এলাকার হাড়াইল মোড়ে তার মোটরসাইকেলের সাথে অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওয়াহেদ প্রধান সড়কে ছিট পড়লে অন্য একটি দ্রুত গতির মোটরসাইকেল তার মাথার উপর দিয়ে গেলে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। আর সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সদর থানা পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ