ঝিনাইদহে দুই কৃষকের বসতভিটা আগুনে পুড়ে ছাই হয়েছে ও ৩টি গরু মারা গেছে। গতকাল রাতে সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভড়ুয়াপাড়া গ্রামের আব্দুল মান্নান গোয়াল ঘরে মশা প্রতিরোধ করার জন্য কয়েল জ্বালিয়ে রাখেন। কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে গোয়াল ঘর, বসতঘর ও কৃষক লাল্টুর ঘরে। টের পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে পুড়ে যায় মান্নানের ৩টি গরুসহ দুই জনের বসতঘর। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন ও পাগলাকানাই ইউপি চেয়ারম্যান কেএম নজরুল ইসলাম।
অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, শুকনো খাবারসহ আর্থিক সহযোগিতা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন