জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার সকাল ৮ টায় গোপালগঞ্জ পৌরসভার বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ, দোয়া, মোনাজাত, মিষ্টি বিতরণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু সিদ্দিক সিদ্দিক সিকদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল হাসান শাহীন, সিনিয়র সদস্য শাজাহান চৌধুরী।
এছাড়া বিকাল ৩ টায় গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরপার্কে বঙ্গবন্ধুর ১০০ ছবির প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল