জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।
বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এর আগে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বঙ্গবন্ধুর অসামান্য গৌরবময় কর্ম ও রাজনৈতিক জীবনের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি ওঠার প্রত্যাশা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই