জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। এছাড়া কোরআনখানি, দোয়া আলোচনা সভা ও কেক কাটাসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন জেলাবাসী।
বুধবার (১৭ মার্চ) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কেক কেটে পরিবেশন করে জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/ফারজানা